ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিজী উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ গৃহ পাচ্ছে আরো ৭০টি গৃহহীন অসহায় পরিবার।
প্রথম পর্যায়ে গফরগাঁওয়ের বিভিন্ন ইউনিয়নে ২০০টি গৃহহীন পরিবার জমিসহ গৃহ পেয়েছে। সম্প্রতি জেলা প্রশাসক এনামুল হক দ্বিতীয় পর্যায়ের গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং কাজের মান অক্ষুণ্ণ রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী গণভবন থেকে সারা দেশে দ্বিতীয় পর্যায়ের গৃহ হস্তান্তর উদ্বোধন করবেন।
আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিভিন্ন ইউনিয়নে সংশ্লিষ্টদের নিয়ে গৃহ নির্মাণ কাজ তদারকি করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যগণ।
দ্বিতীয় পর্যায়ে সরকারি খাস জমি প্রাপ্তিসাপেক্ষে উপজেলার দত্তেরবাজার ইউনিয়নে ৩১টি, পাইথল ১৭টি, সালটিয়া ৫টি, মশাখালী ৭টি, লংগাইর ইউনিয়নে ৮টিসহ ৭০টি গৃহ নির্মাণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, জেলা প্রশাসক এনামুল হক স্যারের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্টদের নিয়ে নির্মাণ কাজ সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারা দেশে দ্বিতীয় পর্যায়ের গৃহগুলো উপকারভোগীদের মধ্যে হস্তান্তর উদ্বোধন করবেন। সংসদ সদস্য মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গফরগাঁও উপজেলার ৭০টি গৃহ উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করবেন।