1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ

পাকুন্দিয়ায় ভূমি সেবা সপ্তাহের আলোচনা সভা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১

‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভূমি সেবা সপ্তাহ-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে রোববার (৬ জুন) এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।

এসময় উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. হাবিবুর রহমান, নাজির মো. শাহ আলম, সার্ভেয়ার উজ্জল হোসেনসহ উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান বলেন, আগামি ৩০ জুন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে। এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা।

তাই সকল শ্রেণির ভূমি মালিককে রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি