কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি বাঘাইড়। শুক্রবার (৪ জুন) জেলে অজিত সাহার জালে মাছটি ধরা পড়ে।
সন্ধ্যার পর ভৈরবের ফেরিঘাট এলাকায় আম্মাজান পাইকারি আড়তে মাছটি বিক্রির জন্য আনা হয়। মাছটি ১৮ হাজার টাকায় বিক্রি হয় বলে জানান আড়তের পাইকার শংকর।
আড়তের পাইকার ওমর ফারুক জানান, তিনি দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করেন। কিন্তু এতো বড় মাছ তার আড়তে আগে কখনো আসেনি।
জেলেরা প্রথমে মাছটির দাম হাঁকেন ২০ হাজার টাকা। পরে ৭৫০ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় বিক্রি হয়।
জেলে অজিত সাহা বলেন, মেঘনা নদীতে এতো বড় মাছ এর আগে কখনো ধরতে পারিনি। জাল টানার সময় আমরা কিছুটা ভয় পেয়ে যাই। পরে পানির ওপর জাল উঠলে বাঘাইড় মাছটি দেখতে পাই। তারপর অনেকটা কৌশলে মাছটি নৌকায় তুলে বেঁধে রাখি।
১৮ হাজার টাকায় মাছটি বিক্রি করতে পেরে খুশি অজিতসহ তার সহকর্মী জেলেরা।