শেরপুরের ঝিনাইগাতীতে ১৬ বছর বয়সী দশম শ্রেণির এক কিশোরীর বাল্যবিয়ে আয়োজনের দায়ে তার চাচাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৪ জুন) রাত ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন তাকে এ অর্থদণ্ড দেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের সারিকালিনগর গ্রামে দশম শ্রেণির এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ পুলিশ সদস্যদের নিয়ে সেখানে যান। এসময় বরযাত্রীরা কনের বাড়িতে হাজির ছিলেন।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন ও কিশোরীর চাচা আবু বক্করকে দুই হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি তার কাছ থেকে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এ মর্মে মুচলেকা নেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, ‘বাল্যবিয়ের ফলে শিশু, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। তাই এ কিশোরীকে করুণ পরিণতি থেকে রক্ষা করতেই বিয়ে বন্ধ করেছি। জনস্বার্থে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে’।