‘প্রতিদিন দুধ পান করুন, স্বাস্থ্য মেধা বাড়িয়ে তুলুন,’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বিশ্ব দুগ্ধ দিবস-২০২১ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে র্যালি ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে জেলার বিভিন্ন এলাকার দুগ্ধ খামারিরা ও কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এসময় র্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনোরঞ্জন ধর।
পরে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে একটি ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ডাক্তার মনোরঞ্জন ধরের পরিচালনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন নেত্রকোনা সদর বারহাট্টা আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।