সোমবার বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে ‘সেভ দ্য টিলড্রেন’ এর সহযোগিতায় নতুন বাজার এলাকার একটি শপিংমলে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মসজিদ, মার্কেট ও শপিংমলভিত্তিক মাসব্যাপী সচেতনতা কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। এসময় তিনি মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণে ক্রেতা-বিক্রেতাদের অনুরোধ জানান এবং মাস্ক ও সাবান বিতরণ করেন।
উদ্বোধন অনুষ্ঠানে মেয়র বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে আমরা শুরু থেকেই নানা কার্যক্রম হাতে নিয়েছি। তবে করোনাকে কার্যকরভাবে প্রতিরোধে সঠিকভাবে নিয়মিত মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই। তাই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধির বিষয়ে আমাদের আরো সচেতন হতে হবে।
মেয়র করোনা সংক্রমণ প্রতিরোধে ময়মনসিংহ সিটি করপোরেশনের সাথে কাজ করার জন্য সেভ দ্য চিলড্রেনকে ধন্যবাদ জানান এবং স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতে আরো কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মেয়র নিয়মিত সকলের মাস্ক পরিধান নিশ্চিতের জন্য সকল ওয়ার্ড কাউন্সিলরগণকে যার যার ওয়ার্ডে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান।
উদ্বোধনকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তাজুল ইসলাম, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকশানা শিরীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, মেডিক্যাল অফিসার ডা. রেদাউর রহমান খান, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুর হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, Save the Children এর ম্যানেজার সিটি করপোরেশন কো-অর্ডিনেশন সাপোর্ট ডা. শামসুন নাহার, সিনিয়র অফিসার ডকুমেন্টেশন জনাব মো. আতিকুর রহমান, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ কার্যক্রমের আওতায় আঞ্জুমান ঈদগাহ জামে মসজিদ, স্টেশন জামে মসজিদ, কাচারি নূর জামে মসজিদ, গাঙ্গিনাপাড় জামে মসজিদ, গাঙ্গিনাপাড় মার্কেট, হকার্স মার্কেট ও বাসাবাড়ি মার্কেটি ১৪ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে নিয়মিত করোনা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।