শেরপুরের ঝিনাইগাতীতে বিনামূল্যে বিতরণের মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির প্রায় এক ট্রাক বই জব্দ করেছে পুলিশ। এসময় অমৃত মোদক (৫৬) ও মো. সেলিম মিয়া (৫২) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত মধ্যরাতে ঝিনাইগাতী থানামোড় এলাকা থেকে ট্রাকসহ বইগুলো জব্দ ও তাদের আটক করা হয়।
আটক অমৃত মোদক উপজেলার ঘোষগাঁও এলাকার মৃত হেমন্ত মোদকের ছেলে ও সেলিম মিয়া রামেরকুড়া এলাকার মৃত গোলাপ হোসেনের ছেলে। তারা দুজনই পুরাতন ভাঙারি মালমাল কেনাবেচা করেন।
উদ্ধার করা বইগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২১ সালসহ বিভিন্ন শিক্ষাবর্ষের শ্রেণি বিভিন্ন শ্রেণির। এরমধ্যে বাংলা, ইংরেজি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, বাংলা ব্যাকরণ ও নির্মিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আনন্দ পাঠসহ বিভিন্ন বই রয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে ঝিনাইগাতী থানা মোড় এলাকায় ঢাকা মেট্রো ট- ১৪-১৩০৫ নম্বরের ট্রাকটি আটক করা হয়। এসময় ট্রাকে বিভিন্ন শ্রেণির বইসহ ট্রাকে থাকা অমৃত মোদক ও সেলিম মিয়া নামের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গ্রাম থেকে বই সংগ্রহ ও মজুত করে ঢাকায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। ট্রাকের ৩৭শ কেজি বই জব্দ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।