নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নিখোঁজের আট ঘণ্টা পর হাকিম মিয়া (২২) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা তিনটার দিকে ময়মনসিংহের ডুবুরি দল তাঁর লাশ উদ্ধার করে।
মারা যাওয়া হাকিম উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ধানশিরা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। আজ সকাল সাতটার দিকে নদীতে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু তোলার জন্য ডুব দিলে তিনি নিখোঁজ হন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে হাকিম মিয়া সোমেশ্বরী নদীর ৩ নম্বর বালুঘাটের কচুয়াডহর এলাকা থেকে বালু তুলতে যান। পরে তিনি ড্রেজার মেশিনের পাইপ বসানোর জন্য নদীতে ডুব দেন। কিন্তু ভাসতে দেরি হওয়ায় সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন এসে খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পাননি। দুপুরে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। বেলা তিনটার দিকে হাকিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনুর এ আলম বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে হাকিমের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।