টাঙ্গাইল তিতাস গ্যাস কম্পানির লোক পরিচয় দিয়ে মির্জাপুরে গ্রাহকের বকেয়া গ্যাস বিল নিতে এসে গ্রেপ্তার হওয়া দুই প্রতারকের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে তিতাস গ্যাস টাঙ্গাইল অফিসের ম্যানেজার মো. আব্দুর রউফ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করেন।
মামলার ছয় ঘণ্টার মধ্যে তদন্ত শেষ করে রাত ১২টায় তাদের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। আজ বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলো টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ছবুর উদ্দিনের ছেলে ফিরোজ আহমেদ (৩২) ও কালিহাতি উপজেলার পিচুরিয়া গ্রামের শাসছুদ্দিনের ছেলে রাশেদ তালুকদার (৩৫)।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে টাকা, একটি ডায়েরি, তিতাস গ্যাসের ঠিকাদার প্রতিনিধির ভুয়া পরিচয়পত্রও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ফিরোজ ও রাশেদ গ্যাস অফিসের লোক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মির্জাপুর উপজেলা সদরের বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে গ্যাসের বিল বকেয়া আছে ও চুলা বৃদ্ধির অজুহাত এনে লাইন বিচ্ছিন্ন করার হুমকি দেয়। এছাড়া অনেক গ্রাহকের বই নম্বর কম্পিউটারে এন্ট্রি নেই বলেও ভীতি সৃষ্টি করে। পরে গ্রাহকের সাথে আলোচনায় তারা টাকায় রফা করতেন। প্রতারণার মাধ্যমে তারা মির্জাপুরের বিভিন্ন বাসা বাড়ি থেকে প্রতিমাসে বিভিন্ন অংকের টাকা আদায় করে থাকেন বলে গ্রাহকরা অভিযোগ করেন।
মঙ্গলবার সকাল থেকে নিজেদের টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের লোক পরিচয় দিয়ে সদরের কয়েকটি বাসা বাড়িতে অভিযান চালিয়ে বিল বকেয়া এবং অনুমোদনের চেয়ে বেশি চুলা জালানোর অভিযোগ এনে লাইন বিচ্ছিন্ন করা হবে বলে জানান। এতে গ্রাহকরা কিছুটা ভীত হয়ে তাদের সাথে টাকায় রফা করেন। প্রতারকরা এভাবে প্রতারণা করে কয়েকটি বাসা থেকে টাকাও আদায় করেন।
দুপুরে পোষ্টকামুরী পূর্বপাড়া এলাকার কয়েকটি বাসায় একইভাবে কথাবার্তা বললে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে মো. রাশেদ তালুকদার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি. মেসার্স এম এম এন্টারপ্রাইজ ঠিকাদার প্রতিনিধি পরিচয়পত্র, গ্রাহকের কাছ থেকে আদায় করা টাকা ও একটি ডায়েরিসহ ওই দুই প্রতারককে পুলিশের কাছে সোপর্দ করে। ডায়েরিতে মির্জাপুর সদরের বিভিন্ন বাসার মালিকের নাম ও ফোন নম্বর রয়েছে।
মির্জাপুর থানার এসআই মো. হাবিবুর রহমান উকিল জানান, তিতাস গ্যাস টাঙ্গাইল অফিসের ম্যানেজার বাদী হয়ে তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন।
তিতাস গ্যাস টাঙ্গাইল অফিসের ম্যানেজার আব্দুর রউফের সঙ্গে কথা হলে তিনি জানান, জনতার হাতে আটক দুজন তিতাস গ্যাস কম্পানির কেউ নয়। প্রতারণার মাধ্যমে গ্রাহকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া তাদের কাজ। তিনি বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন বলে জানান।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, সন্ধ্যা ৬টায় মামলা হওয়ার পর ছয় ঘণ্টার মধ্যে তদন্ত শেষ করে তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।