ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে চিকিৎসা নিতে আসা তিন নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির ঘটনা ঘটেছে। এ সময় খোঁজ পেয়ে ভুক্তভোগীরা কান্নাকাটি, হৈচৈ শুরু করলে অজ্ঞাত নারী চোরেরা পালিয়ে যায়।
আজ সোমবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর ও শিশুদের টিকাদান কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। জরুরি বিভাগে ২৪ ঘণ্টা সেবা দেওয়া হলেও আউটডোরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়। ফলে সকাল থেইে আউটডোরে ভিড় লেগে থাকে। এ সময় রোগীর দালালসহ উটকো লোকজনের উৎপাত বেশী হয়। সোমবার দুপুর ১২টার দিকে আউটডোর টিকিট কাউন্টার ও শিশুদের টিকাদান কেন্দ্রের সামনে ভিড়ের মধ্যে জন্মেজয় এলাকার মালিনা, পুকুরিয়া গ্রামের আখি ও ভারইল গ্রামের হোসনে আরা নামে তিন নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইন উদ্দিন খান বলেন, আমি অফিসিয়াল কাজে বাইরে আছি। একজন ফোন করে বিষয়টি আমাকে জানিয়েছে। হাসপাতালের আউটডোর ইনডোরসহ সম্পূর্ণ কম্পাউন্ড সিসি টিভি ক্যামেরার আওতায় আছে। সিসি ক্যামেরার ফুটেস দেখে অবশ্যই এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেব।