শেরপুরের নালিতাবাড়ীতে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইফতি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৩ মে) দুপুরে শহরের ছিটপাড়া নদীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরিবার জানায়, শহরের বাজার ছিটপাড়া মহল্লার অ্যাডভোকেট ইয়াসমিনের এসএসসি পড়ুয়া ছেলে ইফতি ও একই এলাকার নূর ইসলামের ছেলে রনি (১৬) ও লঙ্করের ছেলে রানা (১৬) মিলে ভোগাই নদীতে গোসল করতে নামে। পরে তিন বন্ধু মিলে সাঁতার কেটে ছিটপাড়া নদীরপাড় এলাকা পর্যন্ত যায়।
দীর্ঘসময় সাঁতার কাটতে গিয়ে তিনজনই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। এসময় রানা ও রনি কোনোরকমে নিজেদেরকে পানিতে ভাসিয়ে রাখতে সক্ষম হয়। কিন্তু এসময় ইফতি চোরাবালির গর্তে পড়ে ডুবে যায়।
পরে রানা ও রনি নদীর তীরে আশপাশে থাকা লোকদের এ ঘটনা জানালে তারা ইফতির সন্ধানে পানিতে নামেন। একপর্যায়ে তার মরদেহ পানির নিচ থেকে তোলা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল বিষয়টি নিশ্চিত করেন।