অবশেষে ময়মনসিংহের গৌরীপুরে আলোচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের রাজনৈতিক দ্বন্দ্বের অবসান ঘটেছে।
রোববার (২৩ মে) দুপুরে গৌরীপুর পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র সৈয়দ রফিকুল ও এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ একসঙ্গে চা চক্রে মিলিত হন। এতে গৌরীপুরের রাজনৈতিক অঙ্গণসহ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।
এ সময় গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, যুবলীগ নেতা আবু কাউছার চৌধুরী রন্টিসহ পৌরসভার সব কাউন্সিলর, আ.লীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে বীর মুক্তিযাদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপির সঙ্গে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের রাজনৈতিক দূরত্বের সৃষ্টি হয়। এ নিয়ে পৌর নির্বাচনের পরে এমপির সঙ্গে মেয়র সমর্থকদের সংঘর্ষ হয়। এ ঘটনায় দু’পক্ষ পাল্টাপাল্টি মামলাও করে।
পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এমপি মহোদয়ের সঙ্গে আমার কখনোই দূরত্ব ছিল না। পৌর নির্বাচনকে কেন্দ্র করে সাময়িক ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল। বর্তমানে এ রাজনৈতিক দূরত্বের অবসান হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম যেহেতু স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তাই পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে আমার কাজ করার সুযোগ ছিল না। আমাদের দু’জনের মাঝে ব্যক্তিগত সম্পর্কের কোনো দূরত্ব নেই।