কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকায় আগুনে দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে পৌরসভার উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদ আলীর গোয়ালঘরে হঠাৎ আগুন জ্বলতে দেখেন বাড়ির লোকজন। মুহূর্তেই গোয়ালঘর থেকে বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় আসবাপত্রসহ দুটি ঘর।
ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আলী জানান, তার গোয়ালঘর ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হলেও কীভাবে আগুন লেগেছে তা তিনি বলতে পারছেন না। তিনি আরও জানান, অতিরিক্ত গরম থাকায় এসময় গরুগুলো বাইরে রাখা হয়েছিল। ফলে গরুগুলো প্রাণে বেঁচে যায়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.সারোয়ার জাহান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। আগুনের সূত্রপাতের ঘটনাটি এখনো জানা যায়নি। তবে মশার কয়েল থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।