ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কষ্টিপাথরসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ২৩০ গ্রাম ওজনের কষ্টিপাথর উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মৃত জাবেদ আলীর ছেলে মো. ছিদ্দিক মিয়া (৬০), মৃত আবেদ আলীর ছেলে মো. সুলতান মিয়া। দুজনই সদর উপজেলার কাতলাসেন এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যায় ময়মনসিংহ র্যাব ১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে বুধবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়িয়া উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ র্যাব-১৪-সিনিয়র এএসপি ও মিডিয়া অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া অভিযান চালিয়ে ১ কেজি ২৩০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তারা বিভিন্ন জায়গা থেকে কষ্টিপাথর সংগ্রহ করে বিদেশে পাচার করতেন।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি আজিজুর রহমান বলেন, র্যাব আসামিদের থানায় হস্তান্তরের পর আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়।