ময়মনসিংহে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪। এ সময় তাদের কাছ থেকে চাকু ও ক্ষুর জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার তরুণরা হলেন- মো. আশরাফ হোসেনের ছেলে মো. রাজা (১৯), মো. নেছার মিয়ার ছেলে মো. অন্তর (১৯)। তারা দুজনেই নগরীর পাটগুদাম বিহারী ক্যাম্প এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (১৮ মে) রাত সাড়ে ৯টার দিকে পাটগুদাম ব্রিজ মোড়ের জয় বাংলা চত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (১৯ মে) সন্ধ্যার পর ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-১৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে শম্ভুগঞ্জ সেতু এলাকার কাছে র্যাবের একটি দল টহল দিচ্ছিল। এ সময় জয় বাংলা চত্বরের সামনে দুই তরুণকে দেখে র্যাবের সন্দেহ হয়। পরে তাদের তল্লাশি করে একটি ফোল্ডিং সুইচ গিয়ার চাকু ও একটি স্টিলের ফোল্ডিং ক্ষুর জব্দ করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই তরুণ দীর্ঘদিন ধরে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের আটকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছেন বলে স্বীকার করেন।
গ্রেফতার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।