ময়মনসিংহের গফরগাঁওয়ে বিসিক শিল্পাঞ্চল নির্মাণের জন্য নবনির্মিত সড়কের পাশে ন্যূনতম ২০০ একর জমি খোঁজা হচ্ছে। বিসিক শিল্পাঞ্চল প্রতিষ্ঠা হলে অন্তত এক লাখ লোকের কর্মসংস্থান হবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে গত এপ্রিল মাসে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান মোস্তাক হাসান সম্ভাব্য এলাকা পরিদর্শন করেছেন।
জানা যায়, রেল, নৌ ও সড়ক অবকাঠামো থাকা সত্ত্বেও গফরগাঁওয়ে শিল্প গড়ে ওঠেনি। অথচ পার্শ্ববর্তী শ্রীপুর, ভালুকা ও ত্রিশালে শিল্প গড়ে উঠেছে। গত ডিসেম্বর মাসে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের চিঠিসহ (ডিও লেটার) উপজেলা প্রশাসন গফরগাঁওয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, মেট্রো রেল চালু, মিনি স্টেডিয়াম নির্মাণ, বিনোদন কেন্দ্র নির্মাণ, পর্যটন কেন্দ্র নির্মাণ, ইলেকট্রিক/বুলেট ট্রেন চালু, গফরগাঁও রেলওয়ে স্টেশনকে আধুনিকায়নসহ একটি গুচ্ছ প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে প্রেরণ করেন। এ অবস্থায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান মোস্তাক হাসান গফরগাঁওয়ে বিসিক শিল্পাঞ্চল নির্মাণের জন্য ২০০ একর জমির খোঁজ করছেন। তিনি গত এপ্রিল মাসে নবনির্মিত ভালুকা-গফরগাঁও-হোসেনপুর সড়কের পাশে সম্ভাব্য এলাকাসমূহ পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল স্যারের সাথে কথা বলে বিসিক শিল্পাঞ্চল প্রতিষ্ঠার জন্য স্থান নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান মোস্তাক হাসান বলেন, যেখানে ভবিষ্যতে চার লেন সড়ক নির্মাণ করা সম্ভব হবে, শিল্প উদ্যোক্তারা বিনিয়োগ করতে আগ্রহী হবেন, সহজে শিল্পপ্রতিষ্ঠানের অবকাঠামো গড়ে তোলা সম্ভব হবে এমন এলাকায় কমপক্ষে ২০০ একর জমি প্রয়োজন। বিসিক শিল্পাঞ্চল নির্মাণ হলে অন্তত এক লাখ লোকের কর্মসংস্থান হবে।