পবিত্র ঈদুল ফিতরের দিন নামাজ পড়েই প্রধানমন্ত্রীর দেয়া হতদরিদ্রদের জন্য আশ্রয়ন প্রকল্পের বাড়িতে খাবার ও নতুন পোষাক নিয়ে হাজির হয়েছেন জেলা প্রশাসক।
শুক্রবার (১৪ মে) নেত্রকোনার আটপাড়া উপজেলার ভরতোষী গ্রামের বসবাসরত ৫০ হতদরিদ্র পরিবারের মাঝে সকাল সাড়ে ১০টায় খাবার ও নতুন পোষাক উপহার হিসেবে তুলে দেন জেলা প্রশাসক কাজি আবদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা বেগমসহ প্রশাসনের কর্মকর্তারা।
জেলা প্রশাসক কাজি আবদুর রহমান জানান, প্রধানমন্ত্রীর দেয়া উপহার জায়গাসহ বাড়িতে যারা রয়েছেন তারা সবাই হতদরিদ্র। ঈদে পরিবার নিয়ে তাদের আনন্দ করার জন্য খাবার ও নতুন পোষাক দেয়া হয়েছে।