ঈদুল ফিতরের দিনে নেত্রকোনার মদনে প্রতিপক্ষের অতর্কিত হামলায় দেলোয়ার হোসেন (৪০) নামে এক মুদি দোকানদার খুন হয়েছেন। এ ঘটনায় মূল হামলাকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দোকানদার কৃষ্ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে দীর্ঘদিন ধরে নিজ গ্রামে মুদির দোকান পরিচালনা করে আসছিলেন।
আটকরা হলেন- মূল হামলাকারী আল আমিন (৩৫), আবুল কাশেম (৫৫) ও আয়াতুল (৩০)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, এক বছর আগে কৃষ্ণপুর গ্রামের আন্তু মিয়ার ছেলে আল আমিনের সঙ্গে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে দেলোয়ারের জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয় মাতাব্বররা ঘটনাটি মীমাংসা করে দেয়। শুক্রবার ঈদুল ফিতরের দিন দুপুরে দেলোয়ার গরু নিয়ে হাওরে গেলে পূর্ব শত্রুতার জেরে আল আমিনসহ কয়েকজন অতর্কিত হামলা চালান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে দেলোয়ার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন মদন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার অফিসার ইনচার্য (ওসি) ফেরদৌস আলম জানান, প্রতিপক্ষের হামলায় দেলোয়ার নিহত হন। মূল হামলাকারী আল আমিনকে আটক করেছি। বাদী পক্ষের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।