কিশোরগঞ্জের ভৈরবে বুধবার (১২ মে) সন্ধ্যায় উদ্ধার হওয়া অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করেছে সিআইডি। বৃহস্পতিবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে আনার পর ময়মনসিংহ থেকে আসা সিআইডি ক্রাইমসিন টিম এবং কিশোরগঞ্জ জেলা সিআইডি দীর্ঘ প্রায় চার ঘন্টার অক্লান্ত অবিরাম চেষ্টায় অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করে।
প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করে জানা যায়, নিহতের নাম আঙ্গুর মিয়া (৪০)। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর মরজাল গ্রামে। তার পিতার নাম নছর উদ্দিন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার (১২ মে) সন্ধ্যা ৬টার দিকে ভৈরব উপজেলার চান্দনি টিলা (চামার পট্টি) রেল লাইনের পাশে পাকা রাস্তার ঢালু থেকে অজ্ঞাতনামা হিসেবে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ভৈরব থানা পুলিশ৷
লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করার সময় তার শরীরে বাহ্যিক কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ লাশের পরিচয় না পাওয়ায় পরিচয় সনাক্ত করার জন্য ক্রাইমসিন টিম, ময়মনসিংহকে অবগত করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ বৃহস্পতিবার (১৩ মে) কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সেখানে ময়মনসিংহ থেকে আসা সিআইডি ক্রাইমসিন টিম এবং কিশোরগঞ্জ জেলা সিআইডি দীর্ঘ প্রায় চার ঘন্টার অক্লান্ত অবিরাম চেষ্টায় অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, অতিরিক্ত মদপানে ওই ব্যক্তি মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে৷