1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন

ময়মনসিংহে ২৫০ পথশিশু পেল ঈদের নতুন জামা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ মে, ২০২১

ছেঁড়া ময়লা জামা কাপড় নিয়ে রোদ-বৃষ্টিতে ঘুরাঘুরি করা ময়মনসিংহের পথশিশুদের মুখে হাসি ফুটিয়েছে ময়মনসিংহ পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি)।

রবিবার (৯ মে) বিকেলে নগরীর ২৫০ পথশিশুর হাতে তুলে দেওয়া হয় নতুন জামা। পুনাক ময়মনসিংহ সভানেত্রী মিসেস কানিজ আহমার এ মহতী উদ্যোগটি হাতে নেন।

ময়মনসিংহ রেলস্টেশন চত্বরে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা শিশুদের হাতে এ জামা কাপড় তোলে দেন।

এর আগে এসব শিশুদের তালিকা করা হয় এবং বয়স অনুযায়ী এদের জামা-কাপড় উপহার দেয়া হয়। নতুন জামা পেয়ে অনেক শিশুই খুশিতে আপ্লুত হয়ে পড়ে।

প্রসঙ্গত, পুনাক ময়মনসিংহ স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশ নিয়ে নগরবাসীর প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি