1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ

জামালপুরে ৪৫৫ বাসশ্রমিক পেলেন অর্থ ও খাদ্য সহায়তা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ মে, ২০২১

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনে জামালপুরের গণপরিবহনের বেকার ৪৫৫ জন শ্রমিককে নগদ আর্থিক সহায়তা এবং ২১ জন শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে ব্যক্তিগত তহবিল থেকে শ্রমিকদের এই সহায়তা দেন তিনি।

এদিন দুপুর ২টার দিকে জামালপুর বাস টার্মিনালে বেকার শ্রমিকদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এর মধ্যে জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আওতাভুক্ত শ্রমিকদের মাঝে ২ লাখ ২৫ হাজার টাকার নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রত্যেক শ্রমিক পেয়েছে নগদ ৫০০ টাকা করে। এ ছাড়াও বাসটার্মিনালের নৈশপ্রহরীসহ অন্যান্য দরিদ্র ২১ জন শ্রমিকের মধ্যে প্রত্যেককে ২৫ কেজি করে চালের সাথে সেমাই, চিনি, তেল, হ্যান্ডস্যানিটাইজারসহ অন্যান্য সামগ্রী দেওয়া হয়। এ ছাড়া পাঁচজন অসহায় শ্রমিকের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী গণপরিবহনের শ্রমিকদের হাতে মানবিক সহায়তার নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সময় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মশিউর রহমান বাবু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ তোতা, সাধারণ সম্পাদক মাহবুব আনাম বাবলা ও কার্যকরী সদস্য মাজহারুল ইসলাম মিশুকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি