কিশোরগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত কিশোর জুনাইদ (১৬) কে জেলার পাকুন্দিয়া উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
বুধবার (৫ মে) রাতে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া জুনাইদ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের ধিরুয়াইলকান্দা গ্রামের কাইয়ুম মিয়া ওরফে ভুট্টোর ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার (২ মে) বিকালে সাত বছর বয়সী শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিল। এ সময় জুনাইদ শিশুটিকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এতে শিশুটি আহত হলে তার বাবাকে ঘটনা খুলে বলে।
বিষয়টি সোমবার (৩ মে) বিকালে পুলিশকে জানানোর পর সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম থানা পুলিশের ব্যবস্থাপনায় শিশুটিকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান।
অন্যদিকে ঘটনার পর পরই অভিযুক্ত কিশোর জুনাইদ গা ঢাকা দেয়। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার পর অভিযুক্ত কিশোর জুনাইদকে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।