দেশব্যাপী চলমান লকডাউনের ফলে দীর্ঘদিন বন্ধ থাকা গণপরিবহণ চালুসহ ৩ দফা দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন ও আন্তঃজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন।
রোববার (২ মে) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয়মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচীতে বক্তব্য রাখেন, সংগঠনটির ভৈরব শাখার সভাপতি মো. খলিলুর রহমান, সহ-সভাপতি মো. শরীফ আহমেদ, সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া, শ্রমিক নেতা আবু মিয়াসহ অন্যান্যরা।
এসময় বক্তারা তাদের বক্তব্যে সরকারের কাছে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহণ ও পণ্য পরিবহণ চলাচলের ব্যবস্থা, সড়ক পরিবহণ শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান এবং টার্মিনালে শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএস এর চাল বিক্রির ব্যবস্থা করার তিন দফা দাবি তুলে ধরেন।
এছাড়া মানববন্ধনে বক্তারা আরো বলেন, সারাদেশে করোনা মহামারি প্রতিরোধে লকডাউন ঘোষণা করলেও পরিবহণ সেবা বন্ধ রাখা ছাড়া সব কিছু স্বাভাবিক রয়েছে। এতে করে নিঃস্ব হয়ে পড়ছে পরিবহণ মালিক ও শ্রমিকরা।
এ সময় সরকারের কাছে তারা তাদের তিন দফা দাবি জানিয়ে তা পূরণের ব্যবস্থা করার জোরালো আহ্বান জানান।
তাদের দাবি মানা না হলে অবিলম্বে পরিবহণ শ্রমিকরা বৃহত্তর আন্দোলনের ডাক দিবে বলে হুশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে প্রায় শতাধিক পরিবহণ শ্রমিক উপস্থিত ছিলেন।