নেত্রকোনার বারহাট্টা উপজেলার কলাভাঙ্গা বিলে (শনির হাওর) কৃষক মোহাম্মদ রুহুল আমিন নূরুলের ১২০ শতাংশ জমির বোরো ধান পেকেছে। কিন্তু করোনা পরিস্থিতিতে শ্রমিক সঙ্কট পড়ায় চিন্তিত হয়ে পড়েন তিনি।
বিষয়টি জানতে পেরে রোববার (২ মে) সকালে তার ধান কেটে দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। এ সময় তার সঙ্গে ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতাকর্মীরা।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, ‘এই করোনা মহামারির মধ্যে কৃষকের পাশে থেকে ধান কেটে গোলায় তুলে দেয়ার মাধ্যমে কৃষক লীগ প্রমাণ করেছে প্রকৃতপক্ষেই কৃষকদের সংগঠন। কৃষিবিদ সমীর চন্দ ও অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে বাংলাদেশ কৃষকলীগ আজ সবার জন্য মডেল সংগঠন হিসেবে উপনীত হয়েছে।’
এসময় কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, ‘বাংলাদেশ কৃষক লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের কৃষকের কল্যাণে বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠা করেছিলেন। তাই কৃষক লীগের নেতৃবৃন্দের অনেক দায়িত্ব এবং প্রতিটি নেতাকর্মীরা তাদের দায়িত্বের ব্যাপারে সজাগ।’
তিনি কৃষক সমাজকে ধান কাটাসহ যেকোনো সমস্যায় সহযোগিতার জন্য নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেন। কৃষকের সব বিপদে-আপদে বাংলাদেশ কৃষক লীগ পাশে থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, কৃষকের এক ইঞ্চি পাকা ধান মাঠে থাকতে কৃষক লীগের নেতাকর্মীরা ঘরে ফিরবে না। নেতাকর্মীরা পুরো বোরো মৌসুম জুড়ে কৃষকের ধান কেটে গোলায় তুলে দিবে ইনশাআল্লাহ।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- কৃষক লীগের সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, কৃষিবিদ ড. নজরুল ইসলাম চৌধুরী, মাকসুদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, নূরে আলম সিদ্দিকী হক, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা, ক্ষেত মজুর বিষয়ক সম্পাদক ইসহাক আলী সরকার, সহ-দফতর সম্পাদক সৈয়দ শওকত হোসেন সানু, জাতীয় কমিটির সদস্য মিলটন কুমার বসাক, আহমেদ সারওয়ার বিপ্লব, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম সোহেল, বারহাট্টা উপজেলা কৃষক লীগের সভাপতি টুকুর জোয়ার্দারসহ নেত্রকোনা জেলা ও বারহাট্টা উপজেলা কৃষকলীগের স্থানীয় নেতৃবৃন্দ।