ময়মনসিংহের ফুলপুর উপজেলায় শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে অসহ্য যন্ত্রণা সইতে না পেরে এক দিনমজুরের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট থাকায় করোনাকালীন সময়ে কোনো কাজকর্ম না করায় অভাবের সংসারের হাল না ধরতে পারায় এবং টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি।
শনিবার (১ মে) সকালে বাড়ির পাশে আম গাছে গলায় ফাঁস দিয়ে রফিক উদ্দিন (৫৫) নামে এক দিনমজুর আত্মহত্যা করছেন। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার ফুলপুর ইউনিয়নের শিলপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিলপুর গ্রামের দিনমজুর রফিক উদ্দিন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। স্থানীয় ডাক্তারের পরামর্শে আবার কখনো কবিরাজের মাধ্যমে চিকিৎসা করানো হলেও তার কোনো পরিবর্তন হয়নি। অবশেষে শনিবার সকাল ১১টার দিকে আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিনমজুর রফিক উদ্দিন প্রায়ই অসুস্থ থাকতেন। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।