ময়মনসিংহ হেফাজতে ইসলামের নেতৃস্থানীয় একজন মোহাম্মদ বিন আব্দুর রহমানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুবা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন। মোহাম্মদ বিন আব্দুর রহমান ময়মনসিংহ নগরীর কাঠগোলা বাজার এলাকার হাফেজ মাওলানা আব্দুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর প্রসূন কান্তি দাস। তিনি বলেন, মোহাম্মদ বিন আব্দুর রহমানের ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, বুধবার (২৮ এপ্রিল) দুপুরে মোহাম্মদ বিন আব্দুর রহমানকে নগরীর কাঠগোলা এলাকার তার নিজের বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এ বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেল এএসপি আলাউদ্দিন বলেন, ‘২৮ মার্চ হরতালের নামে নাশকতা, নগরীর চড়পাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাসে আগুন ও পুলিশের ওপর হামলার ঘটনার মোহাম্মদ বিন আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।’
উল্লেখ্য, ময়মনসিংহে কওমীপন্থী আলেম-ওলামাদের সংগঠন ইত্তেফাকুল ওলামার নেতৃবৃন্দ ময়মনসিংহ হেফাজতে ইসলামের নেতৃত্ব দিতেন। এ সংগঠনের প্রধানের দায়িত্ব পালন করতেন আব্দুর রহমান হাফেজ্জি। তার ছেলে মোহাম্মদ বিন আব্দুর রহমানও হেফাজত ইসলামের নেতৃত্ব দিতেন বলে জানা গেছে।