ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর নামক স্থানে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- তৌহিদ (৬) ও কোকিল চৌহান (৩২)। আহতরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে ঈশ্বরগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে বিকেল সাড়ে তিনটার দিকে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাতে থাকা ময়মনসিংহ শহরের আকুয়া মোড়ল বাড়ির রনি আক্তার (৩৫), শান্ত (২০), সাজিত (১৫), তৌহিদ (৬), নাটোরের রেজাউল করিম (৩২), ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগীর কোকিল চৌহান (৩২)) গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান কোকিল চৌহান ও শিশু তৌহিদ।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান হালিম সিদ্দিকি জানান, পিকআপ ও দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।