নেত্রকোনার কলমাকান্দায় গোসলে গিয়ে পানিতে ডুবে সালমান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেলে ওই গ্রামের শামীম মিয়ার ছেলে সালমান বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। সবার অজান্তে সালমান পানিতে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ পরও সালমান বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের একটি পুকুরে সালমানকে ভাসতে দেখেন স্বজনরা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইকরামুল হক বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।