নেত্রকোনার কলমাকান্দায় মতিউর রহমান মতিকে (৪৮) গাঁজাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গুতুরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মতিউর রহমান কলমাকান্দার টেঙ্গা গ্রামের মৃত ওমর আলীর ছেলে। তিনি কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজীউর রহমান গাজীর ভাই।
এসময় তার সহযোগী আলম হাসানকেও (২২) আটক করা হয়। তিনি দক্ষিণ রাণীগাঁ গ্রামের সোয়াব মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মতিউর রহমান দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছেন। ক্রেতা সেজে ডিবি পুলিশের একটি দল দেড় কেজি গাঁজা কিনতে ৫২ হাজার টাকায় মতিউর রহমানের সঙ্গে চুক্তি করে।
শুক্রবার রাতে উপজেলার গুতুরা বাজার এলাকায় ওই গাঁজা ডেলিভারি দিতে এসে পুলিশের হাতে আটক হন মতিউর।
নেত্রকোনা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, তিনি একজন প্রতারকও । আমরা ক্রেতা সেজে তার সঙ্গে দেড় কেজি গাঁজা কিনতে ৫২ হাজার টাকায় চুক্তি করি। এর আগে তিনি আমাদের স্যাম্পল দেখায়। পরে পুরোটি ডেলিভারি দেয়ার সময় গাঁজার সঙ্গে খড় দিয়ে দেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।