উস্কানিমূলক বক্তব্য দিয়ে আলোচনায় আসা ‘শিশু বক্তা’ মাওলানা রফিকুল ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই।
বুধবার (২১ এপ্রিল) সকালে পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে ভার্চ্যুয়াল শুনানী শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে।
মাওলানা রফিকুল ইসলামের রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর প্রসূন কান্তি দাস বলেন, গত ২৯ মার্চ হরতালের নামে নাশকতা, নগরীর চড়পাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাসে আগুন ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়। এ ঘটনায় সকালে ভার্চ্যুয়াল আদালতে কোতোয়ালী থানা পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে আদালত রফিকুল ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রফিকুল ইসলাম নেত্রকোণা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদরাসার পরিচালক। তিনি ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিতি। সরকার বিরোধী ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে গত ৭ এপ্রিল (বুধবার) দিনগত রাতে নেত্রকোণা থেকে তাকে আটক করে র্যাব। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।