বাচ্চাদের স্কুল ব্যাগের ভেতরে কৌশলে গাঁজা রেখে পাচার করতে গিয়ে কিশোরগঞ্জের ভৈরবে চার কেজি গাঁজাসহ সাজেদা (৩৫) নামে মাদক ব্যবসায়ী এক নারী ভৈরব শহর ফাঁড়ি পুলিশের হাতে আটক হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে ভৈরব বাজারের জামে মসজিদ রোড থেকে ভৈরব শহর ফাঁড়ি পুলিশের একটি টিম তাকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ী সাজেদা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার রাজাপুর গ্রামের মাদক ব্যবসায়ী মিন্টু মিয়ার স্ত্রী।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শ্যামল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে তারা ভৈরব বাজারের জামে মসজিদ রোডে অভিযান চালান। অভিযানে সাজেদাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা একটি স্কুল ব্যাগ থেকে দুটি পোটলায় চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ পরিদর্শক শ্যামল মিয়া আরো জানান, আটক সাজেদা স্কুল ব্যাগের ভেতরে কৌশলে গাঁজা রেখে পাচার করতে আসছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এ ব্যপারে তার বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।