ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফসী আউশ ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৯৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকালে চাঁদনী হল মোড় এলাকায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে এই বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার লুৎফে আল মুইজ, শাখাওয়াত হোসেনসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ।
উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৯৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেকে ৫ কেজি উচ্চ ফলনশীল আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।