স্বাস্থ্যবিধি অমান্য করা ও ফুটপাত দখল করে মালামাল রাখায় কিশোরগঞ্জে ১৯টি মামলা এবং ২১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মাহমুদুল হাসান।
তিনি বলেন, সকল ব্যবসায়ীদের সরকারের নির্দেশ মানার জন্য বিভিন্ন সময় সচেতনতামূলক প্রোগ্রাম করা হয়েছে। সরকারের সেই নির্দেশ অমান্য করে দোকানের বাইরে ফুটপাত দখল করে মালামাল রাখা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় এই আর্থিক জরিমানা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।