ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফের সরকারি নম্বর ক্লোন করে ল্যাপটপ দেয়ার প্রলোভনে শিক্ষাপ্রতিষ্ঠানে টাকা দাবি করে প্রতারক চক্র। তবে এ ঘটনায় কেউ প্রতারণার স্বীকার হয়নি।
শনিবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন ছিল। এ সময় চারটি স্কুল ও দুটি মাদরাসায় ফোন করে টাকা দাবি করে প্রতারক চক্র।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও হাসান মারুফ নিজেই। তিনি বলেন, ‘নম্বরটি ক্লোন করার পর (০১৬৩……৫) এই নম্বর ব্যবহার করে চারটি স্কুল ও দুটি মাদরাসায় ফোন করে ৫৬ হাজার টাকা মূল্যের ল্যাপটপ দেয়ার প্রলোভন দেখিয়ে বিকাশে টাকা দাবি করে। পরে প্রতিষ্ঠান প্রধানরা বিষয়টি আমাকে জানালে আমি সঙ্গে সঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সবাইকে সতর্ক করে দিই। তবে, এ ঘটনায় কেউ প্রতারণার স্বীকার হয়নি।’
ইউএনও আরও বলেন, ‘এ ঘটনায় গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে প্রতারক চক্রকে চিহ্নিত করতে নির্দেশ দেয়া হয়েছে।’
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রতারক চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’