ভালুকায় কৃষকের ক্ষেতের ধান নষ্ট করায় কুড়াল দিয়ে কুপিয়ে এক কৃষক মারাত্মকভাবে জখম করেছে দু’টি গরুকে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার হবিারবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামিরদিয়া গ্রামের ওয়াইজ উদ্দিনের ছেলে কৃষক নবী হোসেন তার ৮ কাঠা জমিতে বোরো ধানের চাষ করেন। শনিবার সকালে প্রতিবেশি মৃত সোহরাব হোসেনের বিধবা স্ত্রী রোকেয়া খাতুনের গরু নবী হোসেনের ক্ষেতের ধান খেয়ে ফেলে। ঘটনাটি টের পেয়ে জমির মালিক নবী হোসেন কুড়াল দিয়ে দুটি গরুকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন টের পেয়ে একটি গরু জবাই করে। ঘটনাটি থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গরুর মালিক রোকেয়া খাতুন জানান, ‘তিনি এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সকালে বাড়ি এসে জানতে পারেন নবী হোসেন কুড়াল দিয়ে কুপিয়ে তার দু’টি গরু মারাত্মকভাবে আহত করেন। গরু দু’টির দাম দেড় লাখ টাকা হতে পারে বলে তিনি জানান।’
অভিযুক্ত নবী হোসেন গরুকে কোপানোর কথা অস্বীকার করে বলেন, ‘আমার ৮ কাঠা জমিতে বোরো ধান রোপন করি। ওই গরু দুটি আমার সবটুকু ক্ষেতের ধানই নষ্ট করে ফেলেছে। কষ্টের ফসল নষ্ট করে ফেলেছে দেখে মাথা ঠিক ছিলো না।’
ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, ‘ঘটনাটি অমানবিক, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তদন্ত মাফিক ব্যবস্থা নেওয়া হবে।’