কিশোরগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে আশংকাজনকভাবে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। নতুন করে শনাক্ত হয়েছে ৪১ জন। এ সময়ের মধ্যে কেউ সুস্থ হয়নি।
এ নিয়ে এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭০ জনে। আর আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৩২ জন। মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৮২ জন। বর্তমানে আক্রান্ত আছেন ৪০৫ জন।
শুক্রবার রাতে (৯ এপ্রিল) জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী কিশোরগঞ্জ সদর উপজেলায় একজন ও হোসেনপুরে একজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া সদর উপজেলায় ১৯ জন, করিমগঞ্জে এক জন, পাকুন্দিয়ায় ৬ জন, কুলিয়ারচরে ১ জন ও ভৈরব উপজেলায় ৭ জন নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
জেলার ১৩টি উপজেলার মধ্যে শুক্রবার পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ৫৩০ জন, হোসেনপুরে ১০৬, করিমগঞ্জে ১৬৯, তাড়াই লে ১৩৩, পাকুন্দিয়ায় ২১৪, কটিয়াদীতে ২৮২, কুলিয়ারচরে ১৭৮, ভৈরবে ৯৯৫, নিকলীতে ৫৭, বাজিতপুরে ৩৪১, ইটনায় ৩৪, মিঠামইনে ৫৪ এবং অষ্টগ্রাম উপজেলায় ৩৬ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
এদিকে এ পর্যন্ত ৭৩ হাজার ৩৩ জন প্রথম ডোজ এবং ২ হাজার ৬০৬ জন দ্বিতীয় ডোজ করোনা টিকা নিয়েছেন।