ময়মনসিংহ, সিলেট, কিশোরগঞ্জ এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টিসহ দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্ক কেন্দ্রের এক বার্তায় এ সংকেত দেয়া হয়।
এর আগে, আবহাওয়া অধিদফতরের সকালের বুলেটিনে জানানো হয়, কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের আকাশ মেঘলা থাকতে পারে।
একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া অধিদফতরের এই বার্তায়।