ভোগাই নদীর তীর ভেঙ্গে সমতল খুঁড়ে অবৈধ ভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। অভিযানে ৩টি শ্যালুচালিত ড্রেজার অকার্যকর ও ১৫টি শ্যালুচালিত ড্রেজার নিলামে দুই লাখ ১২ হাজার টাকা বিক্রি করে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পাহাড়ি ভোগাই নদীর তীরবর্তী সমতল ভূমি এবং নদীরক্ষা বাঁধ ও তীর খনন করে ভূ-গর্ভস্থ বালু অবৈধভাবে উত্তোলন চালিয়ে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ী।
মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও আবার বালু উত্তোলন চলতে থাকে। বালু খেকোদের থাবায় বর্তমানে নদীর সেই প্রাকৃতিক রুপ নেই। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনটি মেশিন অকার্যকর করা হয় এবং ১৫টি বালু উত্তোলনকারী মেশিন জব্দ করে তা বিকালে নিলামে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন জানান, জব্দকৃত মেশিনগুলো জব্দ করে বিকেল ৫ টার সময় উপজেলা প্রশাসনের কক্ষে প্রকাশ্য নিলামে দুই লাখ ১২ হাজার টাকা বিক্রি করা হয়।