ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন অমান্য করে হোটেল খোলা রাখায় ও মুখে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায় গফরগাঁও মধ্য বাজার, চাঁদনী হল মোড়ে পৃথক অভিযান পরিচালনা করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ টি মামলার বিপরীতে এক হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ব্যবসায়ী, গাড়ি চালকসহ লোকজনের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং মহামারী করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা চালান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাসহ সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হচ্ছে। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।