নেত্রকোনার কলমাকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
শনিবার বেলা সোয়া ১১টায় দিকে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা ও কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। পরে মুক্তিনগর এলাকায় তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এর আগে জানাজায় নুরুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল আমীন প্রমুখ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৭৮) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।