ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ও থানা প্রশাসনের যৌথ উদ্যোগে করোনা প্রতিরোধে অভিযান পরিচালিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের গো-হাটা ও আশপাশের এলাকায় এই অভিযান চলে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, গফরগাঁও থানার ওসি অনুকুল সরকারসহ গফরগাঁও থানার পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হেলমেট না পরা, যানবাহনের লাইসেন্স না থাকায় ও মাস্ক না পরায় ১২টি মামলায় আড়াই হাজার টাকা জরিমানা করেন এবং মহামারী করোনা সংক্রমণ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণাসহ উপস্থিত মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, যে হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে মানুষ সচেতন না হলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে করোনা প্রতিরোধ বিষয়ে যে ১৮ দফা নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।