জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ভোরে নেত্রকোনার কাঁচা বাজারগুলোতে আসতে শুরু করে নানা জাতের সবজি। বিশেষ করে ছুটির দিনে শুক্রবার এবং শনিবার সকাল সাতটা থেকে শহরের মগড়া নদীর মোক্তারপাড়া ব্রিজের নিচে জয়ের বাজার জমে ওঠে। বাজারে প্রতিদিন বিভিন্ন ক্রেতাদের মাঝে চাকরিজীবিরা বেশি কেনাকাটায় স্বাচ্ছন্দ্যবোধ করেন। সতেজ সবজি পাওয়ায় এখানে ক্রেতাদের ভিড়ও হয় প্রতিদিনই।
বাজারটিতে শুধু সবজিই নয় মাছ মাংসও পাওয়া যায়। একই স্থানে সবজিসহ মাছ মাংস পাওয়ায় চাকরিজীবী ক্রেতা এবং নারী ক্রেতাদের সুবিধা বেশি। পাইকারদের পাশাপাশি সরাসরি কৃষকরাও নিয়ে আসছেন এখানে সবজি। সুলভ মূল্যে কিনতে পেরে ক্রেতারাও ভিড় জমাচ্ছেন।
কিন্তু ব্যবসায়ীসহ ক্রেতাদের মাঝে নেই কোন স্বাস্থ্য সচেতনতা। করোনার সংক্রমণ হু হু করে বেড়ে গেলেও তাদের দেখে বুঝাই যায় না করোনা বলে দেশে কিছু আছে।
শুক্রবার সকালে বাজার ঘুরে দেখা গেছে, মিষ্টি কুমড়া ২০ থেকে ৪০ টাকা, পুইশাক ১৫ টাকা, ডাটা হালি ১৫ থেকে ২০ টাকা, সিম ৬০ টাকা, করলা ৪০ টাকা, টমেটো ১০ টাকা, শশা ৩০ টাকা, বাধাকপি ৫ থেকে ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু মাছ মাংসের দর কিছুটা বেশি বলে জানান অধিকাংশ ক্রেতারাই। তবে স্থানীয় ভাবে চাষ করা সবজি সুলভ মূল্যে পেয়ে অনেক ক্রেতাই আবার বেজায় খুশি। বিশেষ করে চাকরিজীবি যারা, তারা অফিস টাইমের আগেই সারতে পারেন তাদের বাজারের কাজটি। এদিকে ভালো দাম পেয়ে বিক্রেতারাও সন্তোষ প্রকাশ করেন। নেত্রকোনা বিভিন্ন গ্রামের প্রায় দেড় শতাধিক বিক্রেতা এই জয়ের বাজারে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সবজি বিক্রি করেন বলে জানান ব্যবসায়ীরা।