করোনায় জনসমাগম ঠেকাতে ময়মনসিংহ সিটি করপোরেশনের জয়নুল আবেদিন পার্ক ও বিপিন পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া জেলার সব কমিউনিটি সেন্টারগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলার সব কোচিং সেন্টার, বিয়ের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, সভা-সমাবেশ বন্ধ থাকবে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে এসব বন্ধ থাকবে।
এ বিষয়ে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, ‘করোনা মোকাবিলায় আবারও প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে। সেই লক্ষ্যে আজ থেকেই প্রতি উপজেলায় একটি করে ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। একইসঙ্গে নতুন করে যাদের করোনা শনাক্ত হচ্ছে তাদেরকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।’
এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন চারটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এছাড়া নগরীর দোকানপাট, শপিংমল রাত ৮টার আগে বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।’