ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাবেয়া খাতুন হত্যা মামলার রহস্য উদঘাটন হয়েছে। এ ঘটনায় মো. কামাল ফকির (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ ৪ নম্বর আমলি আদালতের বিচারক মাসুম মিয়ার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গ্রেফতারকৃত কামাল ফকির জেলার নান্দাইল উপজেলার উত্তর পালাহার গ্রামের মো. আবুল হাসেম ফকিরের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘নিহত রাবেয়ার সঙ্গে কামাল ফকিরের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরেই রাবেয়া কামালের কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন। ২৯ মার্চ রাতে কামাল ফকির টাকার জন্য রাবেয়াকে বাড়ি থেকে ধান ক্ষেতের কাছে ডেকে আনেন। রাবেয়া আসতেই কামাল ফকির তার কাছে পাওনা ৫ হাজার টাকা চান। রাবেয়া উল্টো ধর্ষণ মামলার হুমকি দিয়ে আরও ৫ হাজার টাকা দাবি করেন।’
তিনি আরও বলেন, ‘এ সময় কামাল রাবেয়াকে মারধর করে মাটিতে ফেলে কলা গাছের ডগা (ডাল) গলায় পেঁচিয়ে হত্যা করেন। পরদিন ৩০ মার্চ দুপুরে উপজেলার মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামের রাস্তার পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতেই নিহত রাবেয়ার মা বিলকিস আক্তার বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।’