ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারের জারি করা ১৮ দফা সুরক্ষা নির্দেশনা বাস্তবায়নে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান, সদস্য প্রেস ক্লাব সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নজরুল ইসলাম স্মারণীক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার, গফরগাঁও থানার ওসির প্রতিনিধি ওসি তদন্ত আনোয়ারুল আবেদীন, পাগলা থানার ওসির প্রতিনিধি ওসি তদন্ত কামাল উদ্দিন প্রমুখ।
সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত গত সোমবারের ১৮ দফা সুরক্ষা নির্দেশনা বাস্তবায়নের ব্যাপারে খোলামেলা আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, মহামারী করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সরকারের জারি করা ১৮ দফা সুরক্ষা নির্দেশনা যথাযথ বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।