1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ

শেরপুরের সকল পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী দু’সপ্তাহের জন্য শেরপুরের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ঝিনাইগাতীর গজনী অবকাশ, নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক, পানিহাতা, সদরের ডিসি উদ্যান, অর্কিড, শ্রীবরদীর রাজারপাহাড়সহ জেলার সকল পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।

আজ বুধবার বিকেলে এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজেও বিষয়টি শেয়ার করা হয়েছে। শেরপুর কালেক্টরেটের স্থানীয় সরকার উপ-পরিচালক (ডিডিএলজি) এটিএম জিয়াউল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ডিডিএলজি এটিএম জিয়াউল জানান, পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা ছাড়াও আরো অনেকগুলো ঘোষণা দেওয়া হবে। এ বিষয়ে শহরে মাইকিং করা হচ্ছে। বিষয়টি বহুল প্রচারে প্রেসক্লাবকেও এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি