ময়মনসিংহের নান্দাইলে লিমা আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। সোমবার (২৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
লিমা আক্তার উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামের শরাফত আলী ফকিরের মেয়ে। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, সোমবার রাতে বাড়ির সবাই শবে বরাতের নামাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে লিমা ঘরে থাকা কীটনাশক পান করে। বিষয়টি টের পেয়ে তাকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ৩টার দিকে লিমা মারা যায়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, মরদেহ ময়নাতদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।