স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের এক অনন্য অর্জন ‘স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ফুলপুরে দুই দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, আমার বাড়ি আমার খামারের উপজেলা সমন্বয়কারী মো. আবুল বাশার প্রমুখ।
মেলায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, থানা, ভূমি অফিস, কৃষি অফিস, মৎস্য অফিস, শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস ও প্রাণী সম্পদ অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরের মোট ২৬টি স্টল বসেছে। আগামীকাল ২৮ মার্চ বিকাল ৫টায় পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ মেলার সমাপ্তি হবে।