ময়মনসিংহের সদর উপজেলায় রিকশাচালক লাল চাঁন হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার জয়নাল আবেদীন রাজিব (২৬) স্বীকার করেছেন, পরকীয়ায় বাধা হওয়ায় লাল চাঁনকে খুন করেন তিনি।
গ্রেফতার জয়নাল আবেদিন রাজিব সদর উপজেলার চরগোবিন্দপুর গ্রামের সাহেব আলীর ছেলে। বুধবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার জয় বাংলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘রিকশাচালক লাল চাঁন মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল জয়নাল আবেদিন রাজিবের। বিষয়টি লাল চাঁন জানতে পেরে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে খুন করে জয়নাল।’
বৃহস্পতিবার দুপুরে জেলার ৪ নম্বর আমলি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে জয়নাল আবেদিন রিকশাচালক লাল চাঁনকে হত্যার কথা স্বীকার করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে গত ২৯ জানুয়ারি রাতে লাল চাঁনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেন রাজিব। এ ঘটনায় গত ২ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী মোছা. তাসলিমা আক্তার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
নিহত লাল চাঁন সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের রহিম উদ্দিনের ছেলে।