ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এছাড়াও এ জনগোষ্ঠীতে পিছিয়ে পড়া পাঁচটি পরিবারের মাঝে ঘর বরাদ্দ দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পাবলিক হলে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন স্থানীয় এমপি ও বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, সহকারী কমিশনার ভূমি মো. আবিদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, রবিদাস উন্নয়ন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপিত বিমল রবিদাস, সাধারণ সম্পাদক রঞ্জিত রবিদাস, বাংলাদেশ রবিদাস উন্নয়ন ফোরাম গৌরীপুর উপজলা শাখার সভাপতি বাবুল রবিদাস, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি গৌরাঙ্গ ক্ষত্রিয় প্রমুখ।